গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
যদি আপনি সরকারি চাকুরির খোজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য উপযুক্ত যায়গা , কারন সম্পতি গণযোগাযোগ অধিদপ্তর তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত করেছে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই A to Z বিস্তারিত কথা বলবো…..
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে [http://www.masscommunication.gov.bd] অফিসিয়াল ওয়েবসাইটে। নতুন এই চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, গণযোগাযোগ অধিদপ্তর ১৬ টি পদের বিপরীতে ৩৯৭ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগামী ০১ আগষ্ট ২০২২ তারিখ হতে যোগ্য প্রার্থীগন অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য আগ্রহী প্রার্থীদেরকে [mcd.teletalk.com.bd]এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। চলুন সম্প্রতি প্রকাশিত গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 ও গণযোগাযোগ অধিদপ্তর সম্পকে আরো বিস্তারিত জেনে নেই।
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ের অধীন সরকারের মাঠ পর্যায়ের একটি প্রচারমূলক প্রতিষ্ঠান। বৃটিশ ভারতে ১৯২৪ সালে তৎকালীন তথ্য বিভাগের আওতায় পাবলিসিটি ডিপার্টমেন্ট নামে কোলকাতাস্থ রাইটার্স বিল্ডিংএ এই বিভাগের কার্যক্রম শুরু হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীন পাকিস্থান সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে ফিল্ড পাবলিসিটি, নিউজ, ফিল্ম প্রভৃতি শাখাসমূহ নিয়ে পাবলিক রিলেশনস ডাইরেক্টরেট গঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের তৃণমূল পর্যায়ে গরীব ও নিরক্ষর জনগণকে শিক্ষিত করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ১৯৭২ সালে ততকালীন পাকিস্থান আমলের ফিল্ড পাবলিসিটি (মাঠ প্রচার), বাংলাদেশ পরিষদ, জাতীয় র্পূনগঠন সংস্থা (বিএনআর) এবং মহিলা শাখাকে একত্রিত করে ১৯৭২ সালে ২রা অক্টোবর গণযোগাযোগ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। [source:http://www.masscommunication.gov.bd]
এক নজরে গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ ২০২২
- সংস্থা:গণযোগাযোগ অধিদপ্তর
- বিজ্ঞপ্তি প্রকাশ:২৮ জুলাই ২০২২
- ক্যাটাগরি:১৬ টি
- শূন্যপদের সংখ্যা:৩৯৭ টি
- চাকরির ধরণ:ফুল টাইম
- কর্মস্থল:বাংলাদেশের যে কোন স্থান
- বেতন:নিচে দেখুন
- আবেদন ফি:১১২/- ও ৫৬/-
- আবেদন মাধ্যম:অনলাইন
- অনলাইনে আবেদন শুরু:০১ আগস্ট ২০২২
- আবেদনের শেষ সময়:২৫ আগস্ট ২০২২
০১. পদের নাম: সাটঁলিপিকার কাম কম্পিউটার অপারেটর
- শূন্যপদের সংখ্যা: ০২ টি।
- বেতন-গ্রেড: ১৩
- বেতন-স্কেল: ১১০০০-২৬৫৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী ও কম্পিউটার চালনায় দক্ষতা।
- আবেদন ফি:১১২/-
০২. পদের নাম: উর্ধ্বতন কন্ঠশিল্পী
- শূন্যপদের সংখ্যা: ০৭ টি।
- বেতন-গ্রেড: ১৩
- বেতন-স্কেল: ১১০০০-২৬৫৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী ও প্রয়োজনীয় দক্ষতা।
- আবেদন ফি:১১২/-
০৩. পদের নাম: সাটঁমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- শূন্যপদের সংখ্যা: ০৫ টি।
- বেতন-গ্রেড: ১৪
- বেতন-স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী ও কম্পিউটার চালনায় দক্ষতা।
- আবেদন ফি:১১২/-
০৪. পদের নাম: সাউন্ড মেকানিক
- শূন্যপদের সংখ্যা: ০৫ টি।
- বেতন-গ্রেড: ১৪
- বেতন-স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল)
- আবেদন ফি:১১২/-
০৫. পদের নাম: ড্রাইভার
- শূন্যপদের সংখ্যা: ৩৫ টি।
- বেতন-গ্রেড: ১৫
- বেতন-স্কেল: ৯৭০০-২৩৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:১১২/-
০৬. পদের নাম: এম, এল, সারেং
- শূন্যপদের সংখ্যা: ০১টি।
- বেতন-গ্রেড: ১৫
- বেতন-স্কেল: ৯৭০০-২৩৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:১১২/–
০৭. পদের নাম: এম, এল, ড্রাইভার
- শূন্যপদের সংখ্যা: ০১টি।
- বেতন-গ্রেড: ১৫
- বেতন-স্কেল: ৯৭০০-২৩৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:১১২/-
০৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- শূন্যপদের সংখ্যা: ৪১
- বেতন-গ্রেড: ১৬
- বেতন-স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:১১২/-
আরো পড়তে পারেন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
০৯. পদের নাম: ঘোষক
- শূন্যপদের সংখ্যা: ৪২ টি।
- বেতন-গ্রেড: ১৬
- বেতন-স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:১১২/-
১০. পদের নাম: ডায়নামো মেকানিক
- শূন্যপদের সংখ্যা: ০১ টি।
- বেতন-গ্রেড: ১৬
- বেতন-স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:১১২/-
১১. পদের নাম: প্রুট প্লেয়ার
- শূন্যপদের সংখ্যা: ০২ টি।
- বেতন-গ্রেড: ১৬
- বেতন-স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:১১২/-
১২. পদের নাম: সহকারী সাইন অপারেটর
- শূন্যপদের সংখ্যা: ০১ টি।
- বেতন-গ্রেড: ১৮
- বেতন-স্কেল: ৮৮০০-২১৩১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:৫৬/-
১৩. পদের নাম: এ,পি,এ,ই অপারেটর
- শূন্যপদের সংখ্যা: ৯১ টি।
- বেতন-গ্রেড: ১৮
- বেতন-স্কেল: ৮৮০০-২১৩১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:৫৬/-
১৪. পদের নাম: অফিস সহায়ক
- শূন্যপদের সংখ্যা: ১১৩ টি।
- বেতন-গ্রেড: ২০
- বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:৫৬/-
১৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী
- শূন্যপদের সংখ্যা: ৪৭টি।
- বেতন-গ্রেড: ২০
- বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- আবেদন ফি:৫৬/-
১৬. পদের নাম: পরিচ্ছনতা কর্মী
- শূন্যপদের সংখ্যা: ০৩ টি।
- বেতন-গ্রেড: ২০
- বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: অষ্ঠম শ্রেনী পাস
- আবেদন ফি:৫৬/-
আরো পড়তে পারেন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন(বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ অনলাইনে আবেদন করার নিয়ম:
এই অংশে আমরা আবেদন করার নিয়ম জানবো। চলুন জেনে নেই আবেদন করার নিয়মাবলী..
আবেদন করার সময় শুরু হবে: ০১ আগস্ট ২০২২ সকাল ১০ টা থেকে এবং
আবেদন করার শেষ সময় হচ্ছে: ২৫আগস্ট ২০২২ বিকাল ০৫ টা পর্য্ন্ত।
এখন চলুন দেখি উপরে উল্লিখিত সময়সীমার মধ্যে কিভাবে অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করবেন:
- প্রথমে[mcd.teletalk.com.bd] এই লিঙ্কে ক্লিক করুন।
- [Application Form] অপশনে ক্লিক করুন।
- বিজ্ঞপ্তি এ উল্লিখিত [16] টি পদের নাম হতে একটি নির্বাচন করে Next বাটনে প্রেস করুন।
- No সিলেক্ট করুন।
- গণযোগাযোগ অধিদপ্তরএর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
আপনি মাত্র ০২ টি এসএমএস (SMS) করে আবেদন ফি জমা দিতে পারবেন। নিচে দেখানো হলো কিভাবে আপনি এসএমএস(SMS) দুটি করবেন:
- ১ম SMS MCD <স্পেস> User IDটাইপ করে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS:MCD <স্পেস> Yes <স্পেস> PIN টাইপ করে 16222 নম্বরে Send করুন।
আরো পড়তে পারেন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022
27 জুলাই ২০২২ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড অংশে প্রকাশিত গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো:
Original circular Link: এখানে ক্লিক করুন
আরো পড়তে পারেন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২