বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || bscic job circular-2022
যদি আপনি সরকারি চাকুরির খোজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য উপযুক্ত যায়গা , কারন সম্পতি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত করেছে। এই পোস্টে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই A to Z বিস্তারিত কথা বলবো…..
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে[http://www.bscic.gov.bd] অফিসিয়াল ওয়েবসাইটে। নতুন এই চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ১৭ টি পদের বিপরীতে ৬৬ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগামী[ 08 আগস্ট 2022 ]তারিখ হতে যোগ্য প্রার্থীগন অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য আগ্রহী প্রার্থীদেরকে [http://bscic.teletalk.com.bd] এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। চলুন সম্প্রতি প্রকাশিত (বিসিক) নিয়োগ বিজ্ঞপ্তি 2022 ও বিসিক সম্পকে আরো বিস্তারিত জেনে নেই।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারী খাতের মূখ্য প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে বিসিক প্রতিষ্ঠিত হয়। বিসিক এর প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে দেশে প্রচুর শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির প্রভাব এই সেক্টরে ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্য বাজারজাতকরণে প্রধান বাধা হিসেবে দেখা দেয়। বিসিক এই সমস্ত বিদ্যমান ও নতুন শিল্পদ্যোগকে সম্প্রসারন ও উন্নয়ন করা এবং প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে।
মূল উদ্দেশ্য:উৎপাদন বৃদ্ধি (ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে স্থাপিত উৎপাদন ক্ষমতার সদ্ধব্যবহার ও নতুন উৎপাদন ক্ষমতা সৃষ্টি), কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন, অর্থ ও মানব সম্পদের সর্ব্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন।
এক নজরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নিয়োগ ২০২২
- সংস্থা:বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
- বিজ্ঞপ্তি প্রকাশ:০২ আগস্ট ২০২২
- ক্যাটাগরি:১৭ টি
- শূন্যপদের সংখ্যা: ৬৬ টি
- চাকরির ধরণ:ফুল টাইম
- কর্মস্থল:বাংলাদেশের যে কোন স্থান
- বেতন: নিচে দেখুন
- আবেদন ফি:১০০০/-, ৭০০/- ,৫০০/-ও ৩০০/-
- আবেদন মাধ্যম:অনলাইন
- অনলাইনে আবেদন শুরু:০৮ আগস্ট ২০২২
- আবেদনের শেষ সময়:০৮ সেপ্টেমবার ২০২২
০1. পদের নাম: প্রোগ্রামার
- শূন্যপদের সংখ্যা: ০১ টি।
- বেতন-গ্রেড: ০৬
- বেতন-স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
- আবেদন ফি:১০০০/-
০2. পদের নাম: সম্প্রসারণ কর্মকর্তা(Extension officer)
- শূন্যপদের সংখ্যা: ১৫ টি।
- বেতন-গ্রেড: ০৯
- বেতন-স্কেল: ২২০০০-৫৩০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।
- আবেদন ফি:৭০০/-
০3. পদের নাম: সম্প্রসারণ কর্মকর্তা(Promation officer)
- শূন্যপদের সংখ্যা: ০৯ টি।
- বেতন-গ্রেড: ০৯
- বেতন-স্কেল: ২২০০০-৫৩০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।
- আবেদন ফি:৭০০/-
০4. পদের নাম: বাজেট অফিসার
- শূন্যপদের সংখ্যা: ১ টি।
- বেতন-গ্রেড: ০৯
- বেতন-স্কেল: ২২০০০-৫৩০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।
- আবেদন ফি:৭০০/-
০5. পদের নাম: নিরীক্ষা কর্মকর্তা
- শূন্যপদের সংখ্যা: ১ টি।
- বেতন-গ্রেড: ০৯
- বেতন-স্কেল: ২২০০০-৫৩০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।
- আবেদন ফি:৭০০/-
০6. পদের নাম: উর্ধ্বতন নকশাবিদ
- শূন্যপদের সংখ্যা: ২ টি।
- বেতন-গ্রেড: ০৯
- বেতন-স্কেল: ২২০০০-৫৩০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
- আবেদন ফি:৭০০/-
০7. পদের নাম: সহকারী মেইনটেন্যাস ইন্জিনিয়ার
- শূন্যপদের সংখ্যা: ১ টি।
- বেতন-গ্রেড: ০৯
- বেতন-স্কেল: ২২০০০-৫৩০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
- আবেদন ফি:৭০০/-
০8. পদের নাম: সহকারী প্রোগ্র্রামার
- শূন্যপদের সংখ্যা: ১ টি।
- বেতন-গ্রেড: ০৯
- বেতন-স্কেল: ২২০০০-৫৩০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী।
- আবেদন ফি:৭০০/-
০9. পদের নাম: কারিগরি কর্মকর্তা
- শূন্যপদের সংখ্যা: ০৪ টি।
- বেতন-গ্রেড: ১০
- বেতন-স্কেল: ১৬০০০-৩০২৩০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রী।
- আবেদন ফি:৭০০/-
- 10. পদের নাম: নকশাবিদ
- শূন্যপদের সংখ্যা: ০২ টি।
- বেতন-গ্রেড: ১১
- বেতন-স্কেল: ১২৫০০-৩০২৩০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
- আবেদন ফি:৫০০/-
- 11. পদের নাম: কম্পিউটার অপারেটর
- শূন্যপদের সংখ্যা: ০৩ টি।
- বেতন-গ্রেড: ১৩
- বেতন-স্কেল: ১১০০০-২৬৫৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
- আবেদন ফি:৫০০/-
`12. পদের নাম: ক্যাশিয়ার
- শূন্যপদের সংখ্যা: ০১ টি।
- বেতন-গ্রেড: ১৪
- বেতন-স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
- আবেদন ফি:৫০০/-
- 13. পদের নাম: ড্রাফসম্যান
- শূন্যপদের সংখ্যা: ০১ টি।
- বেতন-গ্রেড: ১৪
- বেতন-স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ডিগ্রী।
- আবেদন ফি:৫০০/-
- 14. পদের নাম: করণিক তথা কম্পিউটার মুদ্রাক্ষরিক
- শূন্যপদের সংখ্যা: ১৯ টি।
- বেতন-গ্রেড: ১৬
- বেতন-স্কেল: ৯৩০০-২২৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইস.এস.সি
- আবেদন ফি:৫০০/-
- 15. পদের নাম:প্রধান বাবুর্চি
- শূন্যপদের সংখ্যা: ০১ টি।
- বেতন-গ্রেড: ১৮
- বেতন-স্কেল: ৮৮০০-২১৩১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
- আবেদন ফি:৩০০/-
- 16. পদের নাম: ফিল্ড স্টাফ
- শূন্যপদের সংখ্যা: ০১ টি।
- বেতন-গ্রেড: ২০
- বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
- আবেদন ফি:৩০০/-
- 17. পদের নাম: টেকনিক্যাল হেলপার
- শূন্যপদের সংখ্যা: ০৩ টি।
- বেতন-গ্রেড: ২০
- বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস।
- আবেদন ফি:৩০০/-
আরো পড়তে পারেন: গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বেসিক(BSCIC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ অনলাইনে আবেদন করার নিয়ম:
এই অংশে আমরা আবেদন করার নিয়ম জানবো। চলুন জেনে নেই আবেদন করার নিয়মাবলী..
আবেদন করার সময় শুরু হবে: ০৮ আগস্ট ২০২২ সকাল ১০ টা থেকে এবং
আবেদন করার শেষ সময় হচ্ছে: ০৮ সেপ্টেমবার ২০২২ বিকাল ০৫ টা পর্য্ন্ত।
এখন চলুন দেখি উপরে উল্লিখিত সময়সীমার মধ্যে কিভাবে অনলাইনে চাকরির আবেদন ফরম পূরণ করবেন:
- প্রথমে[http://bscic.teletalk.com.bd] এই লিঙ্কে প্রবেশ করুন।
- প্রথম অপশনে ক্লিক করুন।
- [Application Form] অপশনে ক্লিক করুন।
- বিজ্ঞপ্তি এ উল্লিখিত ১৭ টি পদের নাম হতে একটি নির্বাচন করে Next বাটনে প্রেস করুন।
- No সিলেক্ট next ক্লিক করুন।
- বেসিস এর চাকরির অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি
আপনি মাত্র ০২ টি এসএমএস (SMS) করে আবেদন ফি জমা দিতে পারবেন। নিচে দেখানো হলো কিভাবে আপনি এসএমএস(SMS) দুটি করবেন:
- ১ম SMS: BSCIC <স্পেস> User IDটাইপ করে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: BSCIC <স্পেস> Yes <স্পেস> PIN টাইপ করে 16222 নম্বরে Send করুন।
বেসিক নিয়োগ বিজ্ঞপ্তি 2022
০2 আগস্ট ২০২২ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড অংশে প্রকাশিত বেসিক নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো:
অরিজিনাল বিজ্ঞপ্তি দেখতে ও ডাউনলোড করতে : এখানে ক্লিক করুন।
আরো পড়তে পারেন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন(বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ধন্যবাদ।
Pingback: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন(বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – newsnjobsbd